মো. আলমগীর পাঠান: নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নে আজ বুধবার (১৫ এপ্রিল ) সকালে মহামারী করোনাভাইরাস রোধে বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী এড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর ছেলে নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের কার্যকরী কমিটির সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর নির্দেশে সমাজের দুস্থ অসহায় ও এতিমদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা মো. মোশারফ হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক শামীম পারভেজ, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের কার্যকরী কমিটির সদস্য মো. মেরাজুল ইসলাম ভূঁইয়া মাছুম, ইউনিয়ন যুবলীগের সভাপতি খোরশেদ আলম, ইউপি, সদস্য আক্তার মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক লিয়াকত আলী, মোক্তার হোসেন, সাবেক ছাত্রনেতা শামিম হাসান সোবহান,মিজান মোল্লা,সাবেক ইউপি.সদস্য সেলিম মিয়া,যুবলীগ নেতা মাসুদ রানা,রাজিব আহমেদ,রাসেল আহম্মেদ ,নাজমুল হাসান রনি সহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগের নেতৃবৃন্দ। যুবলীগ নেতা মো. মোশারফ হোসেন সমাজ নিউজকে বলেন, সরকারের নির্দেশনা মেনে এই বিশ্ব মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় আমার সামর্থ অনুযায়ী নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিম্ন মধ্যবিত্ত,গরীব অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছি।আরও করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ ।সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন আপনাদের যার যার অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ান। ত্রাণসামগ্রী বিতরনের সময় করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সতর্ক ও সচেতন হওয়া সহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
যুবলীগ নেতার পক্ষে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশ : এপ্রি ১৫, ২০২০ | Comments Off on যুবলীগ নেতার পক্ষে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
