বুধবার সকাল ১০:০৩

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১৪ই রজব, ১৪৪৬ হিজরি

১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ শীতকাল

যমুনা নদীতে বালু উত্তোলনের দায়ে ২ জনের জেল

সমাজ নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ জুন) সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় সংলগ্ন সিরাজকান্দি এলাকায় এক অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শুকুর মোল্লার ছেলে মুজাহিদ ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পুর্নবাসন গ্রামের সেকান্দর আলীর ছেলে আব্দুল সালাম।

সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন জানান, যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র লোড ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে, যা ভূমি ব্যবস্থাপনা আইনে দণ্ডনীয় অপরাধ। এজন্য নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজ সকালে অভিযান পরিচালনা করা হয়। এসময় একজন লোড ড্রেজার চালক ও একজন কার্গো ট্রলারচালকে ছয়মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে