উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আরও ১৫ সেন্টিমিটার বেড়েছে। প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নতুন নতুন এলাকা। দেখা দিয়েছে বন্যার আশঙ্কা।
সোমবার (২২ জুন) সকালে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার ফলে জেলার করতোয়া, ফুলজোড়, ইছামতী, হুরাসাগর, বড়াল, বিলসূর্য, গুমানীসহ অধিকাংশ নদ-নদীর পানিও বেড়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত মে মাসের শেষের দিকে যমুনা নদীতে যে পরিমাণ পানি প্রবাহিত হয়েছে, তা গত ৩২ বছরের হিসাবে সর্বোচ্চ। এই পানি প্রবাহের পরিমাণ ১৯৮৮ সালের পর আর আসেনি। যমুনা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, যমুনার পানি বেড়ে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের শত শত একর ফসলি জমি। জেলার পাঁচটি উপজেলার প্রায় ২০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শাহজাদপুর উপজেলার সোনাতনী, জালালপুর কৈজুরী, সদর উপজেলার কাওয়াকোলা, মেছড়া, কাজীপুরের খাসরাজবাড়ী, মাইজবাড়ী, তেকানি, নাটুয়ার পাড়া, চরগিরিশ, নিশ্চিন্তপুর এবং চৌহালীর স্থল, ঘোড়জান, সদিয়া চাঁদপুর ইউনিয়নের নিম্নঅঞ্চল প্লাবিত হয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে।আমরা প্রতিনিয়ত নদীর তলদেশে সার্ভে করছি। বাঁধগুলোর অবস্থাও ভালো আছে।