ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাবার জন্য ৩০ মিলিয়ন পাউন্ড দাবী করেছেন ক্লাবটির তারকা ফুটবলার ওয়েন রুনি। ইংলিশ ট্যাবলয়েড দি সানের রিপোর্টে এ কথা জানানো হয়েছে। বেতন ভাতা বাবদ প্রতি সপ্তাহে তিন লাখ পাউন্ড ধার্য্য করা ৩১ বছর বয়সি এ তারকার সঙ্গে ইউনাইটেডের চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকী আছে। সেই সঙ্গে আরো এক বছর বাড়ানোরও সুযোগ রয়েছে। কিন্তু ইউনাইটেড ১০ মিলিয়ন পাউন্ড দিয়ে তাকে বিদায় করতে চায়। তবে তিনি যদি সেটিতে রাজি না হয়ে থেকে যান তাহলে ক্লাব থেকে অর্জন করবেন এর তিনগুন অর্থ।
ম্যানইউর কাছে ৩০ মিলিয়ন পাউন্ড দাবি করলেন রুনি
প্রকাশ : জুলা ০২, ২০১৭ | Comments Off on ম্যানইউর কাছে ৩০ মিলিয়ন পাউন্ড দাবি করলেন রুনি