শনিবার বিকাল ৪:৩৭

১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

মুজিববর্ষ উপলক্ষে নরসিংদী পুলিশ লাইনে মাাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপন

তৌহিদুর রহমান : মুজিব বর্ষ উপলক্ষে নরসিংদী পুলিশ লাইন পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছ। জেলা মৎস্য অধিদফতর আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার, পিপিএম)। বুধবার দুপুরে নরসিংদী পুলিশ লাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পুলিশ সুপার পুলিশ লাইন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও রিজার্ভ অফিসে গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, এনামুল হক সাগর, বেলাল হোসাইন, শাহেদ আহম্মেদ প্রমুখ।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে