সমাজ নিউজ ডেস্ক: বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম বন্ধু ভারতীয় বিমান বাহিনীর সাহসী কর্মকর্তা এয়ার মার্শাল শিবপ্রসাদ চক্রবর্তী আজ মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। ভারতের ত্রিপুরা রাজ্যের এই বীর সন্তান ১৯৭১ সালে চট্রগ্রামে পাক হানাদার বাহিনীর উপর হামরা চালিয়ে তাদের আত্মসমর্পনে বিশেষ ভূমিকা রেখেছিলেন।
আজ রাতে ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। তার পোস্টে তিনি বলেন, ‘ত্রিপুরা থেকে একমাত্র তথা ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন এয়ার মার্শাল শিবপ্রসাদ চক্রবর্তী (৯০) আজ পরলোক গমন করেছেন। একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধ তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। রাজ্যের এই কৃতি সন্তানের মৃত্যুতে আমি শোকাহত। আমি তাঁর পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’