রবিবার রাত ৮:৩৪

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

মিনিটেই বাজার নিয়ে হাজির পুলিশ

নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর ঘোষণা যেন তাৎক্ষণিক বাস্তবায়িত হলো। পুলিশকে ফোন করে কয়েক মিনিটের মধ্যে একটি পরিবার পেয়ে গেল প্রয়োজনীয় খাবার সামগ্রী। এ যেন আলাদীনের চেরাগ এর কাহিনীর মতো। এমনটি মন্তব্য করলেন সেবা গ্রহীতা পরিবারের লোকজন।
বুধবার (০৮ এপ্রিল) মনোহরদী থানাধীন হোমকোয়ারেন্টাইনে থাকা একটি পরিবার থেকে থানায় ফোন করে জানায় যে তাদের খাদ্য সামগ্রীর প্রয়োজন। তৎপ্রেক্ষিতে মনোহরদী থানার অফিসার ইনচার্জ, মোঃ মনিরুজ্জামান এর নির্দেশে ২০ মিনিটের মধ্যে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন মনোহরদী থানা পুলিশ। করোনা ভাইরাস মোকাবিলায় অলি-গলিতে টহল দেয়া ছাড়াও সচেতনতামূলক মাইকিং করে জনগণকে সতর্ক করছে জেলা পুলিশ। ঘরে থাকুন, নিরাপদে থাকুন। কোনো প্রয়োজনে থানায় ফোন করে সহায়তা নিন। আমরা আপনার প্রয়োজনে চলে আসব। মাইকিং শুনে থানায় ফোন করে গৃহবধু। পুলিশের এমন মানবিক আচরণে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন “আমিতো অবাক! এমনও হয়! রাস্তায় বারবার মাইকিং হচ্ছিল ‘থানায় ফোন করে সহায়তা নিন। আমরা আপনার প্রয়োজনে চলে আসব। সাহস করে ফোন দিলাম থানায় বললাম,হোমকোয়ারেন্টাইনে থাকার কারণে বের হতে পারছি না, কিন্তু আজ বাজার করা খুব প্রয়োজন। বিশ্বাস করুন মাত্র ২০ মিনিটেই তারা আমাকে খাদ্য সামগ্রী এনে দিয়েছেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে