রবিবার বিকাল ৪:১৫

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

মার্কিন ভাইস প্রেসিডেন্টের করোনা নেগেটিভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ খবর আসার কয়েক ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। প্রেসিডেন্ট করোনা আক্রান্ত হলেও পেন্স এ যাত্রায় সংক্রমিত হননি বলে জানিয়েছেন তাঁর একজন মুখপাত্র।

মাইক পেন্সের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

এর আগে শুক্রবার সকালে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘কোভিড-১৯ পরীক্ষায় আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া পজিটিভ হয়েছি। আমরা তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টিনে এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। আমরা একসঙ্গেই এটাকে জয় করব।’ 

এর আগে করোনায় আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন। তাঁর নাম হোপ হিক্স।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে