শনিবার বিকাল ৫:৪৯

১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

মনোহরদীতে রাতের আঁধারে দুর্বৃত্তরা খিদিরপুর ডিগ্রী কলেজের শহীদ মিনার ভাঙচুর

তানভীর আহমেদঃ-
নরসিংদীর মনোহরদীতে রাতের আঁধারে দুর্বৃত্তরা খিদিরপুর ডিগ্রী কলেজ ক্যাম্পাসের লাইট ও শহীদ মিনার ভাংচুর করেছে। জানা যায় মঙ্গলবার রাত ৯ টার দিকে তারাবি নামাজ চলাকালীন সময় এই ঘটনা ঘটায়। তারাবি নামাজ পড়ে নাইটগার্ড কলেজ ক্যাম্পাসে এসে দেখতে পাই শহীদ মিনার ভেঙ্গে লোহার পাইব নিয়ে যায় ও কয়েকটি সিকিউরিটি লাইট ভেঙ্গে ফেলে। এই ঘটনা দেখে সাথে সাথে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন কে ঘটনাটি জানান। ঘটনার সংবাদ পেয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্যাম্পাসে এসে দেখে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন বলেন। বেশ কিছুদিন যাবৎ কিছু নেশাগ্রস্ত ছেলেরা সন্ধ্যার পর কলেজ ক্যাম্পাসে ঘোরাফেরা করে এবং কলেজ ক্যাম্পাসে রাতের আধারে নেশা সেবন করে। আমি ওদেরকে বারণ করি এখানে যেন নেশা সেবন না করে এরি জেরে এমনটি ঘটিয়েছে বলে ধারণা করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অংশ হিসাবে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানোর কেন্দ্রবিন্দুর উপর আঘাত রাষ্ট্রদ্রোহিতার শামিল। এই নাশকতার সাথে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমিন আল জিহান।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে