শুক্রবার রাত ১২:২৩

১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি

৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

মনোহরদীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার

নরসিংদীর মনোহরদীতে তিন ব্যবসায়ীর গুদাম থেকে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) প্রকল্পের ১৫৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাতিরদিয়া বাজারের ব্যবসায়ী মিয়ার উদ্দিন, সাখাওয়াত হোসেন এবং জাকারিয়ার গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় দুস্থ নারীদের জন্য পরিচালিত ভিজিডি কর্মসূচির মাধ্যমে উপজেলার ১২টি ইউনিয়নের তালিকাভুক্ত কার্ডধারী হতদরিদ্র নারীদের প্রতি মাসে ৩০ কেজি ওজনের একটি করে চালের বস্তা দেওয়া হয়।

গতকাল একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় কিছু বস্তা চাল ক্রয়-বিক্রয়ের দৃশ্য গ্রাম পুলিশের নজরে আসে। তাদের উপস্থিতি টের পেয়ে ক্রেতা ও বিক্রেতা পালিয়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ মুহাইমিন আল জিহানকে জানানো হলে তিনি সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়াকে ঘটনাস্থলে পাঠান। কিছুক্ষণ পর ইউএনও নিজেও সেখানে পৌঁছান।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে মিয়ার উদ্দিনের গুদাম থেকে ৭০ বস্তা, সাখাওয়াত হোসেনের গুদাম থেকে ৩৯ বস্তা এবং জাকারিয়ার গুদাম থেকে ৩২ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের মধ্যে ৫০ কেজি ওজনের ১০৪ বস্তা এবং ৩০ কেজি ওজনের ৫৩ বস্তা ছিল, মোট ওজন ৬ হাজার ৭৯০ কেজি (সাড়ে ছয় টনের বেশি)।

ইউএনও এম.এ মুহাইমিন আল জিহান বলেন, ‘সরকারি গুদামের চাল উদ্ধার করেছি, যা ভিজিডি কর্মসূচির আওতাভুক্ত। এসব চাল ক্রয় বা বিক্রয় করা সম্পূর্ণ বেআইনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে