বুধবার বিকাল ৪:২৪

১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ বসন্তকাল

মনোহরদীতে প্যারালাইজ্ড আক্রান্ত স্ত্রীকে স্বামী ও সতীন কর্তৃক শারীরিক নির্যাতন।

তানভীর আহমেদ :-
নরসিংদীর মনোহরদীতে প্যারালাইজ্ড আক্রান্ত স্ত্রীকে দিনের পর দিন অবহেলা ও অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও সতীনের বিরুদ্ধে।
জানা যায় নির্যাতনের শিকার আকলিমা আক্তার উপজেলার বড়চাপা ইউনিয়নের শাহাবুদ্দিনের মেয়ে ২৫ বছর পূর্বে পার্শ্ববর্তী চরমান্দালিয়া ইউনিয়নের ডঙ্গি পাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে জহির উদ্দিন সাথে বিয়ে হয়। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার, তাদের ঘরে আসে এক ছেলে এক মেয়ে। মেয়ে নার্সিংয়ে ও ছেলে খিদিরপুর ডিগ্রী কলেজে পড়ছে দুজনেই মেধাবী এসএসসিতে পেয়েছে এ প্লাস। পরিবারের সচ্ছলতা ফেরাতে জহির উদ্দিন পাড়ি জামায় প্রবাসে। প্রবাসে থেকে রায়পুরা উপজেলার শিউলি আক্তার নামের এক মহিলার সাথে ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বছরখানেক আগে দেশে এসে দ্বিতীয় বিয়ের অনুমতি দেয়ার জন্য প্রথম স্ত্রীকে চাপ দেয়। অনুমতি দিতে অস্বীকৃতি জানালে নেমে আসে তার উপর মানসিক যন্ত্রণা ও অমানবিক শারীরিক নির্যাতন। চরম অশান্তিতে প্রথম স্ত্রী আকলিমা স্ট্রোক করে প্যারালাইজ্ড হয়ে পড়ে। চিকিৎসার অভাবে এখন তার জবান বন্ধ।
দুই মাস পূর্বে রায়পুরা উপজেলায় শিউলি আক্তার কে বিয়ে করে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া। বিয়ের পর থেকে প্রথম স্ত্রীকে বসত ঘর থেকে বের করে জীর্ণশীর্ণ একটি ঘরে চরম অযত্নে অবহেলায় ফেলে রাখে। এমন অবস্থায় গত শনিবার সন্ধ্যায় স্বামী ও দ্বিতীয় স্ত্রী শিউলি আক্তার মিলে আকলিমার উপর চালায় অমানবিক নির্যাতন আঘাতে সে অজ্ঞান হয়ে পড়ে। ছেলের চিৎকারে আশপাশের বাড়ি থেকে লোকজন এসে তাকে প্রাথমিক চিকিৎসা দিলে জ্ঞান ফিরে তার। এ বিষয়ে ছেলে মেয়ে জানান মাকে নিয়ে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি যে কোন সময় বাবা ও সৎ মা চালাতে পারে আবারও নির্যাতন। আমাদের লেখাপড়ার খরচ দিচ্ছে না টাকার অভাবে লেখাপড়া বন্ধের পথে ।বর্তমানে আমরা এখন নানার বাড়িতে আশ্রয় নিয়েছি। স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।
এ বিষয়ে জহির উদ্দিন বলেন আমার প্রয়োজনে আমি দ্বিতীয় বিয়ে করেছি, আর ছেলে মেয়ে ও আমার প্রথম স্ত্রী যে অভিযোগ করেছে সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, এখন পর্যন্ত আমার কাছে কোন অভিযোগ আসে নাই আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে