সমাজ ডেস্ক : নরসিংদীর মনোহরদীতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া তিন শতাধিক অসহায় গরীব দুঃস্থদের মাঝে শনিবার সকালে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নিরাপদ দুরত্ব বজায় রেখে মনোহরদীর ভুইয়া ডায়াগনোস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও মনোহরদী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের জমিদাতা মো. আব্দুল খালেক ভূঁইয়া এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসলিমা বেগম, পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হারুন মাঝি ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মনোহরদীতে তিনশতাধিক অসহায় দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশ : এপ্রি ১০, ২০২০ | Comments Off on মনোহরদীতে তিনশতাধিক অসহায় দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ