শুক্রবার বিকাল ৩:৫৩

২২শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১১ই রমজান, ১৪৪৫ হিজরি

৮ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বসন্তকাল

মনোহরদীতে ঘরে-ঘরে ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত

সমাজ ডেস্ক :নরসিংদীর মনোহরদীতে নোবেল করোনাভাইরাস সংক্রমন রোধে কর্মহীন হয়ে পরা ও হতদরিদ্রদের পাশে মানবতার ফেরিওয়ালা হয়ে দাঁড়িয়েছেন ভূঁইয়া ডায়াগনোস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল খালেক ভূঁইয়া। তিনি ও তাঁর ছেলে সেন্টারের পরিচালক ডা: মো. ওয়াহিদুল হাসান ভূঁইয়া সজিব এলাকায় বিভিন্ন হতদরিদ্রদের ঘরে-ঘরে গিয়ে স্যানেটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। বুধবার (১৫ এপ্রিল) চলমান ধারা হিসেবে তৃতীয় বারেও এই সামগ্রীগুলো বিতরণ করা হয়। এর পূর্বে আরও দু’বার বাড়িবাড়ি গিয়ে তিনি সামগ্রীগুলো বিতরণ করেছেন। আজ সামগ্রীগুলো বিতরণকালে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ইশরাত জাহান তামান্না ও এলাকার স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক মো: আব্দুল খালেক ভূঁইয়া সমাজ নিউজকে বলেন, করোনাভাইরাস এর প্রভাবে সারাদেশের ন্যায় মনোহরদীতেও বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। জাতির এ ক্রান্তিলগ্নে আমার অবস্থান থেকে খাদ্য ও স্যানেটাইজার সামগ্রী বিতরণ করে যাচ্ছি। এটা আমার হতদরিদ্রদের পাশে থাকার সামান্য চেষ্টামাত্র। চলমান কর্মসূচি হিসেবে মনোহরদী পৌর, শুকুন্দী ইউনিয়নের নারান্দী, দিঘাকান্দী, চরদিঘাকান্দীতে প্রায় ৬০০ শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও স্যানেটাইজার সামগ্রী বিতরণ করেছি। আজও তৃতীয় বার শুকুন্দী ইউনিয়নের নারান্দী পশ্চিম পাড়া, জালু পাড়া, গুচ্ছ গ্রাম, দিঘাকান্দী মধ্য পাড়ায় বাড়িবাড়ি গিয়ে ২৫০ টি দরিদ্র পরিবারে খাদ্য ও স্যানেটাইজার সামগ্রী বিতরণ করেছি। আমার পিতা আব্দুল গফুর ভূঁইয়া সারাজীবন দরিদ্র মানুষের পাশে ছিলেন। আমিও এমনই থাকতে চাই। আপনারা সরকারের নির্দেশনাগুলো মেনে চলুন এবং সুস্থ থাকুন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে