শুক্রবার সকাল ৮:১৪

১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি

৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

মনোহরদীতে কিন্ডারগার্টেন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও নগদ অর্থ বিতরণ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :- নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন এর পক্ষ থেকে
বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সনদ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত।
এ উপলক্ষে খিদিরপুর মডেল একাডেমী আয়োজনে ১৫ মে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে বৃত্তি সনদ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।
খিদিরপুর মডেল একাডেমীর পরিচালক মোঃ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে ও ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রেজাউল হক, সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামসুদ্দিন আহমেদ সজল, শিক্ষা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল ফাউন্ডেশন, মোঃ শামীম নূর জালাল,প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল ফাউন্ডেশন, এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম কাঞ্চন, প্রধান শিক্ষক বীরগাও মডেল একাডেমি, মোঃ নজরুল ইসলাম প্রধান শিক্ষক জাফর আলী প্রি ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেন, মোঃ তানিম প্রধান শিক্ষক সানরাইজ ডিজিটাল একাডেমি, পাইকান, কিন্ডারগার্ডেন শিক্ষক ফরহাদ মিলিটারি, শাপলা কিন্ডারগার্টেন, পাকুন্দিয়া প্রধান শিক্ষক। মেধা লালন কিন্ডার গার্টেন, কৃষ্ণপুর এর প্রধান শিক্ষক সহ আরো অনেকে। এ সময় খিদিরপুর মডেল একাডেমির ২৯ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি সনদ ও নগদ অর্থ বিতরণ করেন, এছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ শিক্ষার্থীদের পক্ষে বৃত্তির সনদ ও নগদ অর্থ গ্রহণ করেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে