সোমবার রাত ৯:১৬

১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল

ভারত বাংলাদেশের পাশে আছে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

বাংলাদেশের সঙ্গে ভারতের সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ বিজয়ের পর পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীকে টেলিফোনে এ কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় টেলিফোন করে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে অভিনন্দন জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে নিবিড় বন্ধুত্ব আরও জোরদার করে দুই দেশের যৌথ সহযোগিতার সম্পর্ক অব্যাহত রাখার কথা বলেন। বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

টেলিফোন আলাপে সুষমা স্বরাজ বলেন, ‘ভারত সব সময় বাংলাদেশের পাশে আছে এবং থাকবে।’

এ সময় অভিনন্দন জানিয়ে টেলিফোন করার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান মাহমুদ আলী। একই সঙ্গে দুই দেশের জনগণের স্বার্থে বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের যৌথ সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে