সোমবার সকাল ৮:৩৩

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

ভারতে করোনায় মারা যাওয়া ৬৫ শতাংশই ‍পুরুষ

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৬৫ শতাংশই পুরুষ।  এর মধ‌্যে অন্তত অর্ধেকের বেশির বয়স ৬০ বছরের বেশি বলে দেশটির জাতীয় স্বাস্থ‌্য মন্ত্রণালয় প্রকাশিত তথ‌্যে উঠে এসেছে।

৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে প্রকাশিত সবশেষ তথ‌্যে জানা যায়, ভারতে কোভিড-১৯ রোগে মারা গেছেন এক হাজার ৭৪ জন।  যাদের মধ‌্যে ৬৫ শতাংশই পুরুষ।

বয়স্ক এবং ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনি অথবা হার্টের সমস‌্যায় যারা ভুগছেন করোনায় আক্রান্ত হয়ে তাদের মৃতু‌্য ঝুঁকি বেশি।  কোভিড-১৯ রোগে দেশটিতে মারা যাওয়াদের কমপক্ষে ৭৮ শতাংশ জটিল স্বাস্থ‌্য সমস‌্যায় ভুগছিলেন এবং ৫১ শতাংশের বেশির বয়স ছিলো ৬০ এর বেশি। 

এ বিষয়ে স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল বলেন, তথ‌্যচিত্রই বলে দিচ্ছে বয়স্ক এবং জটিল রোগে আক্রান্তরা বেশি ঝুঁকিতে রয়েছেন, যাদের বেশি করে যত্ন নিতে হবে।

এদিকে গত ২২ এপ্রিল মার্কিন জার্নাল জামা (জার্নাল অব দ‌্যা আমেরিকান মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশন) এক প্রতিবেদন প্রকাশ করে। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে নিউইয়র্কের ১২ হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৬ হাজার রোগীর ওপর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে চিকিৎসাধীন ৬০ শতাংশই পুরুষ।  যার মধ‌্যে প্রায় চারশ জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে