ভারতের মনিপুরে মাঝারি ধরনের ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। রাজধানী ঢাকাতেও এ ভূকম্পন অনুভূত হয়েছে।
সোমবার (২৫ মে) বাংলাদেশ সময় রাত ৮টা ৪২ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশও একই মাত্রায় ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল মণিপুরে ছিল। গুয়াহাটি, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের অন্যান্য অংশেও ভূকম্পন অনুভূত হয়েছিল।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পেশাগত সহকারী নিজাম উদ্দীন আহমেদ বলেন, ‘ঢাকায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটির উৎপত্তিস্থল ছিল মনিপুরে। তবে এর স্থায়িত্ব ছিল খুবই কম।’
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে জানানো হয়েছে, এখনো ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।