মঙ্গলবার দুপুর ২:২০

২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

২০শে রজব, ১৪৪৬ হিজরি

৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ শীতকাল

ভারতকে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন পাকিস্তান

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই আঞ্চলিক হুমকি মোকাবিলার সামর্থ্য ও প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য ভারতের কাছে ১৫৫ মিলিয়ন ডলারে হারপুন এয়ার-লঞ্চড জাহাজবিধ্বংস ক্ষেপণাস্ত্র ও মার্ক ৫৪ লাইটওয়েট টর্পেডো বিক্রি করবে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতর চলতি সপ্তাহে কংগ্রেসকে দেয়া এমন তথ্যের পরপরই উদ্বিগ্ন পাকিস্তান। দেশটি বলছে, ভারতের কাছে যুক্তরাষ্ট্রের জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রি উদ্বেগজনক বিষয় এবং তা এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

ভারতের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র বিক্রি উদ্বেগজনক বিষয় জানিয়ে পাক পরাষ্ট্র দফতরের মুখপাত্র আয়েশা ফারুকি বলেছেন, এমন এক সময়ে কারিগরি সহায়তা ও লজিস্টিক সহায়তাসহ এ ধরনের ক্ষেপণাস্ত্র বিক্রি করা হচ্ছে যখন মহামারি দমনে বিশ্বজুড়ে চেষ্টা চলছে। এটি বিশেষভাবে উদ্বেগজনক। এটি ইতোমধ্যেই উত্তপ্ত হয়ে পড়া দক্ষিণ এশিয়াকে আরো অস্থিতিশীল করে তুলবে।

ফারুকি বলেন, ভারতের ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ (দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য অভিযান) পরিচালনা করার খুবই সম্ভাবনা রয়েছে। অথচ পুরো বিশ্ব এখন করোনাভাইরাস দমনে নিয়োজিত।

ভারতের কাছে অত্যাধুনিক অস্ত্র বিক্রির ফলে এই অঞ্চল আরো অস্থিতিশীল হতে পারে বলেই আশঙ্কা করছে পাকিস্তান বলেও তিনি জানান।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে