শনিবার সকাল ১১:৫৮

১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনায় মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসীর ছোট ভাইও (৩৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ওই প্রবাসীর পরিবারের পাঁচজন করোনায় আক্রান্ত হলেন।

শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন নাসিরনগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জ্বর, শ্বাসকষ্ট ও সর্দি নিয়ে গত ৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথে মৃত্যু হয় মালয়েশিয়াফেরত এক ব্যক্তির। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায়। নমুনার পরীক্ষায় তার ফল করোনা পজিটিভ আসে।

ডা. অভিজিৎ জানান, ওই প্রবাসীর স্ত্রী, মেয়ে ও দুই ভাইয়ের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য কমপ্লেক্স। তারাও করোনায় আক্রান্ত। এ নিয়ে নাসিরনগর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ জন। তারা একই পরিবারের। একজন করোনায় মারা গেছেন। তিনজন ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন। নতুন যিনি শনাক্ত হয়েছেন, তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানোর পক্রিয়া চলছে।

নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী জানিয়েছেন, আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে