মঙ্গলবার রাত ২:৩১

২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

৫ই রমজান, ১৪৪৪ হিজরি

১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ বসন্তকাল

ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের দাবিতে ইউএনও কার্যালয় ঘেরাও

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাবারের দাবিতে উপজেলার কয়েকটি ইউনিয়নের নারী-পুরুষ ও শিশুসহ অসখ্য মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে

কয়েক ঘণ্টাব্যাপী অবস্থান নেয়। এ সময় তারা ত্রাণের দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

উপস্থিত ভুক্তভোগীরা জানান, উপজেলার সৈয়দ টোলা, ব্যাপারীপাড়াসহ কয়েকটি ইউনিয়নের জনপ্রতিনিধিরা তাঁদের সরকারি ত্রাণ দেওয়ার কথা থাকলেও, তাঁরা তা পাননি। এতে চলমান সংকটে কর্মহীন এসব মানুষ পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বাধ্য হয়েই আজ মঙ্গলবার দুপুরে তাঁরা এ কর্মসূচি পালন করেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে