মঙ্গলবার দুপুর ১:০২

২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

২৮শে শাবান, ১৪৪৪ হিজরি

৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ বসন্তকাল

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৮ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে নতুন আক্রান্তদের রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে আসে। আক্রান্তদের মধ্যে জেলার নবীনগর উপজেলার সাতজন, কসবার পাঁচজন, আশুগঞ্জের একজন, আখাউড়ার দুইজন ও সরাইলের দুইজন এবং সদর উপজেলার একজন রয়েছেন। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮ জন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আজকে ১৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তাদেরকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৭০ জন। এর মধ্যে মারা গেছেন দুইজন। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। বাকিরা আইসোলেশনে রয়েছেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে