রবিবার রাত ৯:২৮

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

বেলাবতে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

আমজাদ হোসেন, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে করোনায় আক্রান্ত হয়ে ফজলুর হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ফজলুল হক বারৈচা গ্রামের মৃত শমসের আলীর ছেলে। গতকাল মঙ্গলবার (০৯ জুন) সকাল ১০ টায় নরসিংদীর পলাশ উপজেলার হালিমা সাদিয়া ফাউন্ডেশন নামে একটি সংগঠন ফজলুল হকের দাফন কার্য্য সম্পূর্ন করেন। এসময় চরউজিলাব ইউনিয়নের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান, স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন। জানা যায়, বিগত কিছুদিন আগে নিহত ফজলুল হক তার ছেলে মোস্তুফা(২৮) ভাতিজা রাজিব(৩০) করোনা উপসর্গ দেখা দিলে তারা নমুনা প্রদান করে। পরে তাদের নমুনার রেজাল্ট পজেটিভ আসলে গতকাল রাতে ফজলুল হকের মৃত্যু হয়। নিহত ফজুলল হকের বাড়ি সহ তিনটি বাড়ি লগডাউন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।
বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, এ পর্যন্ত বেলাবতে ২৯৪ জনের নমুনা সংগ্রহ করে ৫২ জনের নমুনা পজেটিভ এসেছে। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে