সোমবার সকাল ৮:৩১

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: আরও ১ জনের লাশ উদ্ধার

বুড়িগঙ্গা নদীতে  লঞ্চডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টায় এক পুরুষের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে তাৎক্ষিণক তার নাম পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় ৩৩ জনের লাশ উদ্ধার করা হলো।

ফায়ার সার্ভিস সদর দপ্তরে ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

রাসেল শিকদার জানান, ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চ থেকে আজ আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, সোমবার (২৯ জুন) সকালে শ্যামবাজার সংলগ্ন এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। গতকাল ৩২ জনের লাশ উদ্ধার করা হয়। আজ দুপুর ১২টার দিকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে