শনিবার রাত ৯:৩০

২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল

বীরগঞ্জে বিআরটিসির বাসচাপায় নিহত ৫

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিআরটিসি বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের ৫ আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনায় আরও ২ জনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (০৬ জুন) দুপুর ২টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, দুপুরে ২৫ মাইল বাজারে যাত্রীবাহী  ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে পঞ্চগড়গামী একটি বিআরটিসির বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেওয়ার পথে ১ জন মারা যান। এছাড়াও ভ্যানের অপর ২ জন আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার সময় বিআরটিসি বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খায়।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে