বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির)সভাপতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিলেন নাজমুল হাসান পাপন। আগামী নির্বাচনে সভাপতি পদ থেকে সরে দাড়াতে চান তিনি। রবিবার দেশে ফিরে এমনটাই জানালেন পাপন।
এই প্রসঙ্গে রাজধানীর ধানমন্ডির বেক্সিমকো অফিসে গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন,‘দেশে ফিরে স্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, ক্রিকেট বোর্ডে থাকতে হলে পরিচালক হয়ে থাকা ভালো। সভাপতি পদ আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন,ক্রিকেট বোর্ডে প্রত্যেকের সঙ্গে আমি জড়িত, প্রতিটি ক্রিকেটারের সঙ্গে জড়িত। প্রত্যেক ক্রিকেটার আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। এজন্য ফুল-টাইম থাকতে হয়।এছাড়াও রাজনীতি, চাকরি নিয়েও ব্যস্ত থাকতে হয়। এজন্য ক্রিকেট বোর্ডের সভাপতি পদ ছেড়ে, পরিচালক হয়ে থাকতে চাই!
এর আগে ২০১২ সালের ১৭ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রনালয় বিসিবি সভাপতি পদে নাজমুল হাসান পাপনকে সভাপতি নির্বাচিত করে। বিসিবির ১৪তম সভাপতি দায়িত্ব পাওয়ার পূর্বে নাজমুল ২০০৮ সাল থেকে আবাহনী ক্রিকেট দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ক্রিকেট ছেড়ে থাকা সম্ভব না তার। এজন্য পরিচালক হয়ে বোর্ডের সঙ্গে যুক্ত হতে চান।