মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি বিশ্বের সেরা দশজন তরুণ প্রকৌশলীর তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের সাফায়াত। প্রকৌশলী সাফায়াত হোসেন আন্তর্জাতিক অঙ্গনে এক উজ্জ্বল আলোক বর্তিকা। ইউরোপীয় প্রকৌশলী মোঃ সাফায়াত হোসেন বিশ্বব্যাপী প্রকৌশল খাতে এক নতুন দিগন্তের উন্মোচন করে চলেছেন। সম্প্রতি তিনি আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স (এএফসিই) কর্তৃক “New Face Honoree”সম্মাননায় ভূষিত হয়েছেন। প্রকৌশলী মোঃ সাফায়াত হোসেন কুমিল্লার বরুড়া উপজেলা আড্ডা গ্রামে ইসমাইল মিয়ার বড় ছেলে। পিতা মোঃ ইসমাইল মিয়া মনোহরদী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা। তার মায়ের নাম মোসাঃ তাহেরা বেগম। প্রকৌশলী মোঃ সাফায়াত হোসেন একজন বাংলাদেশী প্রকৌশলী। যিনি বর্তমানে জার্মানির রেল অবকাঠামো নির্মাণ পরিবেশগত কৌশল এবং প্রযুক্তিগত উদ্ভাবন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি এমসার বাহনবাউ (Mser Bahonbau GmbH) নামক প্রতিষ্ঠানে অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি রেল অবকাঠামোর পরিবেশগত দিক নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি জার্মানির গুরুত্বুপূর্ণ জাতীয় প্রকল্প প্রজেক্ট রিডবান (Project Riedbahn) যা তিনি সফলতার সঙ্গে সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে হস্তান্তর করেন। প্রকৌশলী মোঃ সাফায়াত হোসেন নিজের কর্মদক্ষতা ও মেধার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। মোঃ সাফায়াত হোসেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে ২০১৭ সালে প্রকৌশল (Civil Engineering) ডিগ্রী অর্জন করার পরে ২০১৮ সালে তুরস্কে সরকারি বৃত্তি “Turkiye BurslariÓ (OMU) অর্জনের মাধ্যমে ওন্দোকুজ মাইস ইউনিভার্সিটি থেকে পরিবেশ প্রকৌশল বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি পিএইচডি গবেষণা চালিয়ে যাচ্ছেন। তার গবেষণা মূলত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত টেকসই উন্নয়ন তার গবেষণার উদ্দেশ্য হলো পরিবেশবান্ধব এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কৌশল উদ্ভাবন করা, যা ভবিষ্যতে উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষভাবে কার্যকর হবে। এএসসিই হলো প্রকৌশলীদের অন্যতম প্রাচীন সংস্থা, যা ১৮৫২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি ১৭৭টি দেশের দেড় লাখেরও বেশি সদস্য নিয়ে গঠিত। ২০০২ সাল থেকে ৩০ বছরের কম বয়সী সম্ভাবনাময় প্রকৌশলীদের সম্মাননা প্রদান করে আসছে। ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০ জন তরুণ প্রকৌশলীর তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের মোঃ সাফায়াত হোসেন।
মোঃ মোজাম্মেল হক
মোবাঃ ০১৯২৭২৯০০৪০
বিশ্বের সেরা দশ প্রকৌশলীর তালিকায় বাংলাদেশের সাফায়াত
প্রকাশ : ফেব্রু ২৭, ২০২৫ | Comments Off on বিশ্বের সেরা দশ প্রকৌশলীর তালিকায় বাংলাদেশের সাফায়াত
