বৃহস্পতিবার রাত ৮:২৮

১২ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

১৫ই জিলহজ, ১৪৪৬ হিজরি

২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দরে রেকর্ড পরিবর্তন, জানা গেল কারণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমে গেছে। সোমবার (৫ মে) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ৬০ ডলারের নিচে লেনদেন হয়েছে। সপ্তাহের লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে বেঞ্চমার্ক ব্রেন্টের দাম এক পর্যায়ে ৪.১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৫৮ ডলারের কাছাকাছি নেমে আসে, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ছিল প্রায় ৫৫ ডলারে।

এর আগে, শনিবার (৩ মে) অনুষ্ঠিত এক বৈঠকে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ও জোটটির মিত্ররা এই সিদ্ধান্ত নেয়, যেখানে জোটের শীর্ষ নেতারা কাজাখস্তানের মতো অতিরিক্ত উৎপাদনকারী সদস্যদের শাস্তি দিতে কৌশলগত দিক পরিবর্তন করে, যা আগেই তেলের দাম ধসিয়ে দিয়েছিল। এদিকে, অতিরিক্ত সরবরাহের উদ্বেগ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের ফলে চাহিদা দুর্বল হতে পারে এমন আশঙ্কা সত্ত্বেও ওপেক-প্লাস তেলের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে।

সৌদি আরব, রাশিয়াসহ আরও ছয়টি দেশ জুন মাসে দৈনিক চার লাখ ১১ হাজার ব্যারেল তেলের উৎপাদন বৃদ্ধির ঘোষণা দিয়েছে, এক মাস আগে একই ধরনের পদক্ষেপের ফলে দর কমে গেছে। ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আশঙ্কায় অপরিশোধিত তেলের দামও কমছে।

২০২২ সালের পর থেকে তেলের উৎপাদন অব্যাহতভাবে কমিয়ে আসছিল ওপেক প্লাসভুক্ত দেশগুলো। যদিও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে সংস্থাটি। কিছু বিশ্লেষক অপ্রত্যাশিত পদক্ষেপের সম্ভাব্য কারণ হিসেবে ট্রাম্পের দাম কমানোর চাপ ও কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞার মধ্যে ইরানি তেল রপ্তানি কমার দিকে ইঙ্গিত করেন। তবে বাজার বিশ্লেষকদের অনেকে বলেছেন উদ্দেশ্যটি এখনও  অস্পষ্ট।

সুইসকোট ব্যাংকের সিনিয়র বিশ্লেষক ইপেক ওজকারদেস্কায়া বলেন, ওপেক প্লাসের পদক্ষেপটি খুব একটা চমকপ্রদ নয়, তবে এই পদক্ষেপের পেছনের কারণগুলো এখনো স্পষ্ট নয়। এদিকে, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ট্রাম্পের ১৪৫ শতাংশ শুল্কের চাপে হিমশিম খাচ্ছে চীনের রপ্তানি খাত। এতে দেশটিতে চাকরি হারানোর ঝুঁকি তীব্রতর হয়েছে। গোল্ডম্যান স্যাশের মতে, প্রায় ১ কোটি ৬০ লাখ চীনাকর্মী যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের উৎপাদনের সঙ্গে যুক্ত। আবার নোমুরা ব্যাংক বলছে, যদি এই ‘শক’ চলতে থাকে তাহলে স্বল্পমেয়াদে ৫৭ লাখ এবং দীর্ঘমেয়াদে ১ কোটি ৫৮ লাখ মানুষ বেকার হয়ে যেতে পারে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে