রবিবার রাত ৯:৩৮

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

“বিভাগীয় কমিশনার, ঢাকা মহোদয়ের সাথে ঢাকা বিভাগস্থ জেলা প্রশাসকগণের ZOOM কনফারেন্স”

আজ ২২ এপ্রিল ২০২০ তারিখ মান্যবর বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ মহোদয়ের সাথে করোনা ভাইরাস সংক্রমণজনিত সাম্প্রতিক পরিস্থিতিতে ত্রাণ ব্যবস্থাপনা ও মনিটরিং কার্যক্রমসহ সার্বিক পর্যালোচনা বিষয়ে ঢাকা বিভাগস্থ সকল জেলার জেলা প্রশাসকগণের ZOOM কনফারেন্সে নরসিংদী জেলার নেতৃত্ব দেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

কনফারেন্সে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় নরসিংদী জেলার সার্বিক পরিস্থিতি ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন।

এসময় বিভাগীয় কমিশনার, ঢাকা মহোদয় সরকারি নির্দেশনার আলোকে ন্যায্যতার ভিত্তিতে তালিকা প্রণয়নের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসকগণের প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় বিভাগীয় কমিশনার, ঢাকা মহোদয়ের কাছ থেকে প্রাপ্ত নির্দেশনা পৃথক ZOOM কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণের নিকট পৌছে দেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে