শনিবার দুপুর ২:৫০

৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি

২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

বিএসএমএমইউ অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক শহীদুল্লাহ শিকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উপাচার্য বলেন, ‘অধ্যাপক শহীদুল্লাহ চর্ম রোগ বিভাগের চেয়ারম্যান ও সাবেক উপ-উপাচার্য।’

‘শহীদুল্লাহর বিভাগটি জীবানুমুক্ত করা হয়েছে এবং তাঁর সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টাইন করা হয়েছে,’ যোগ করেন উপাচার্য।

বিএসএমএমইউর একাধিক চিকিৎসক জানান, শহীদুল্লাহ বৃহস্পতিবারও ক্যাম্পাসে ছিলেন এবং তাঁর সহকর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে একজনের মৃত্যু এবং ১১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৩০ জনে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে