বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৫৬ জন ও মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১জনে
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৩১২ জন রোগী শনাক্ত করা হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭জনের মৃত্যু হয়েছে।
ফলে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৫৬ জন ও মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১জনে।
রবিবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় মোট ২৬৩৪জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া, নতুন আরও ৯জনসহ মোট ৭৫জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।