সোমবার সকাল ৮:২৭

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

‘বাংলাদেশি শ্রমিকদের ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার’

সৌদি সরকার বাংলাদেশি শ্রমিকদের ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সৌদি আরব থেকে ছুটিতে আসা প্রবাসী বাংলাদেশিরা করোনা মহামারির কারণে ফ্লাইট বন্ধ থাকায় আটকা পড়েন। এর মধ্যে চার দফা মেয়াদ বাড়ানো হয় কাজের অনুমতিপত্রের (আকামা)। তবুও তাদের ভিসা এবং আকামার মেয়াদ শেষ হতে যাওয়ায় অনেকের মধ্যে ফের সৌদি যাওয়া নিয়ে শঙ্কা সৃষ্টি হয়। এই অবস্থায় সৌদি সরকারের কাছে প্রবাসীদের ভিসা এবং আকামার মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে আকামার মেয়াদ বাড়ানোর পর ভিসার মেয়াদও বাড়ানো হলো।

চলতি সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, সৌদি আরব থেকে ছুটি কাটাতে আসা বাংলাদেশিদের ভিসা এবং আকামার মেয়াদ বাড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়েছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৭ সেপ্টেম্বর থেকে অভিবাসীরা ঢাকায় সৌদি দূতাবাসে তাদের ভিসা নবায়ন করতে পারবেন এবং তাদের আকামার মেয়াদ ১৭ অক্টোবর পর্যন্ত বৈধ থাকবে।

প্রয়োজনে মেয়াদ আরও বাড়ানো যেতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।

তারও আগে সৌদি সরকার গত জুলাইয়ে শ্রমিকদের জন্য ভিসা ও আকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছিল।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে