সোমবার রাত ৪:৪৫

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

বাংলাদেশকে ৪ হাজার পিপিই দিলো জাপান দূতাবাস

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকারকে চার হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে ঢাকার জাপান দূতাবাস।

মঙ্গলবার (১২ মে) ঢাকার জাপান দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়কে এসব পিপিই হস্তান্তর করা হয়।

জাপান দূতাবাস জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলামের কাছে এসব পিপিই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার প্রধান প্রতিনিধি হিরাথা হিতোয়িশি।

জাপানের দেওয়া চার হাজার পিপিইর মধ্যে দু’হাজার পিপিই নরসিংদী, কক্সবাজার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের কর্মীদের দেওয়া হবে। বাকি দু’হাজার পিপিই ঢাকা মেডিক্যাল কলেজ ও কুয়েত মৈত্রী হাসপাতালের নার্সিং সার্ভিস শক্তিশালীকরণ প্রকল্পের কর্মীদের বিতরণ করা হবে।

করোনাভাইরাস মোকাবিলায় জাপান বাংলাদেশকে ইউনিসেফ, আইওএম, ইউএনএইচসিআর ও আইএফআরসির মাধ্যমে ১০ মিলিয়ন মার্কিন ডলার জরুরি সহায়তা দিয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে