উসমানী যুগের স্থাপনার আদলে ইউরোপের সর্ববৃহৎ মসজিদ নির্মানের কাজ শুরু করেছে তুরস্ক। ফরাসী শহর স্টার্সবুর্গে ‘তুর্কি সোসাইটি’ নামক রাষ্ট্রীয় একটি সংস্থা নান্দনিক এই মসজিদটি নির্মানের দায়িত্ব গ্রহণ করেছে।
চলতি ববছরের অক্টোবরে কাজ শুরু হওয়া সুলতান আইয়ুব নামের ৫ হাজার মুসল্লি ধারণক্ষমতার এ মসজিদের নির্মান কাজ শেষ হতে সময় লাগবে প্রায় সাড়ে তিন বছর-সে হিসেবে মসজিদটি মুসল্লিদের জন্য পুরোপুরি প্রস্তুত করতে অপেক্ষা করতে হবে ২০২২ সালের শুরু পর্যন্ত।
তুর্কি সোসাইটি জানিয়েছে, উসমানী শাসনামলীয় বহু নিদর্শন কৃত্রিমরূপে উপস্থাপন করা হবে মসজিদের অভ্যন্তরে এবং বাহিরের বিভিন্ন স্থানে-যা মুসল্লিদের স্মরণ করিয়ে দিবে গৌরবময় উসমানী খেলাফত আমলের হারানো সুখস্মৃতি।