রবিবার বিকাল ৪:১৩

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

ফেসবুকে নিজের নামে ভুয়া অ্যাকাউন্টের অভিযোগ ফখরুলের

নিজের নামে কোনও ফেসবুক অ্যাকাউন্ট খোলেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু একটি কুচক্রী মহল তারা নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের বক্তব্য মন্তব্য ও মতামত প্রকাশ করছে। এই বিষয়টি নজরে আসায় ফেসবুক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন মির্জা ফখরুল।

শনিবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, অনেক দিন থেকে লক্ষ্য করছি যে, কুচক্রি মহল কর্তৃক আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে। আমি এর আগেও বলেছি এবং এখনও অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কোনও ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি।  সুতরাং এই সমস্ত ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের কোনও মতামতের সঙ্গে আমার কোনও সংশ্লিষ্টতা নেই এবং এর কোনও দায় দায়িত্ব আমার নেই।  সংশ্লিষ্টদের অনুরোধ করবো, এসব ভুয়া অ্যাকাউন্ট খুলে আমার নামে চালানো থেকে বিরত থাকার জন্য।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের বিব্রতকর অবস্থা থেকে আমাকে পরিত্রাণ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ফেসবুক কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে