বুধবার রাত ২:৩৬

১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ বসন্তকাল

ফেসবুকে আসছে করোনা রিঅ্যাকশন বাটন

২০১৫ সালে ফেসবুকে ‘লাইক’ বাটনটির সঙ্গে আরো কিছু রিঅ্যাকশন বাটন যুক্ত হয়। যেমন: লাভ, হাহা, ওয়াও, স্যাড এবং অ্যাংরি।

আর এখন করোনাভাইরাসের যুগে ফেসবুক একটি চমকপ্রদ রিঅ্যাকশন বাটন নিয়ে কাজ করছে, সেটি হলো কোভিড-১৯ থিমের বাটন।

ফেসবুকের নতুন এই ফিচারের তথ্য ফাঁস করেছেন গবেষক জেন মাংচুং ওয়াং। সোশ্যাল মিডিয়ার আপকামিং ফিচারগুলো প্রায়ই উদঘাটনের কারণে বেশ জনপ্রিয় তিনি। প্রযুক্তি বিষয়ক নিউজ পোর্টাল ম্যাশঅ্যাবলের কাছে ফেসবুক তাদের নতুন এই রিঅ্যাকশন বাটনটি নিয়ে কাজ করার বিষয়টি স্বীকার করেছে। তবে রিঅ্যাকশন বাটনটির উদ্দেশ্য বা কবে নাগাদ এটি উন্মুক্ত করা হবে সে ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি।

পরীক্ষামূলক পর্যায়ে থাকা রিঅ্যাকশন বাটনটিকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে চালু হওয়া ‘স্টে হোম’ স্টিকারের অনুরূপ লোগোর মতো দেখা গেছে। করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষজনকে উৎসাহিত করার জন্য ‘স্টে হোম’ স্টিকারটি কিছুদিন আগে চালু করে ফেসবুক।

যা হোক, এখন প্রশ্ন হলো, ফেসবুক ব্যবহারকারীদের জন্য কেন করোনাভাইরাস বাটন প্রয়োজন? কারো মতে, এটা সহানুভূতি প্রকাশের বাটন হতে পারে। আবার করো মতে, অবিশ্বাস প্রকাশের বাটন হতে পারে। যেটাই হোক না কেন তার জন্য একটি রিঅ্যাকশন বাটন আসছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে