বুধবার বিকাল ৩:২৯

১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ বসন্তকাল

ফিলিং স্টেশনে পরিমাপের চেয়ে কম দেওয়ায় জরিমানা

নরসিংদীর মনোহরদীতে পরিমাণের চেয়ে পেট্রোল মাপে কম দেওয়ায় আনোয়ার এন্ড ব্রাদার্স সিএনজি এন্ড ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ এই ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন ওজনে কম দেওয়ার অভিযোগ শোনা যাচ্ছিল সাধারণ ক্রেতাদের কাছ থেকে। সোমবার (১০ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। 

মনোহরদী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে সোমবার মনোহরদী উপজেলার সিএনজি এন্ড ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে মেসার্স আনোয়ার এন্ড ব্রাদার্স সিএনজি এন্ড ফিলিং স্টেশনে পেট্রোলে ওজনে কম দেওয়ার অভিযোগে ওজন ও পরিমাপ দন্ড আইন ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর ফিল্ড অফিসার এ এফ এম হাসিবুল হাসান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহ নেওয়াজ সহ মনোহরদী থানার পুলিশ সদস্যবৃন্দ। 

মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে