বুধবার রাত ৩:৪২

১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১২ই শাবান, ১৪৪৬ হিজরি

২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ শীতকাল

প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার গোর্কি, অ্যাসাইনমেন্টে আফরোজা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিনিয়র ফটোগ্রাফার হিসা‌বে আলোকচিত্রী এস এম গোর্কিকে এবং অ্যাসাইনমেন্ট অফিসার হিসাবে আফরোজা বিনতে মনসুরকে (গাজী লিপি) চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

ফ‌টো সাংবা‌দিক এস এম গোর্কিকে বেতন স্কেলের গ্রেড-৫ এর সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে আফরোজা বিনতে মনসুরকে গ্রেড-৯ এর সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হ‌য়। 

প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের নিয়োগ কার্যকর থাকবে বলে আদেশে বলা হয়েছে।

এস এম গোর্কি দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান ফটোসাংবাদিক ছিলেন।  ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে