রবিবার বিকাল ৪:১২

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কওমী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের চেক বিতরণ

সমাজ ডেস্ক: আজ বুধবার পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
করোনাজনিত উদ্ভূত পরিস্থিতিতে কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সজাগ দৃষ্টি রয়েছে উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে পবিত্র রমজান মাসে সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে পালনের জন্য কওমী মাদ্রাসার প্রতিনিধিদের প্রতি আহবান জানান।
পরবর্তীতে জেলার ১০০টি মাদ্রাসার মধ্যে মোট ১০ লক্ষ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে