রবিবার রাত ৯:৪৯

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে বিএমডব্লিউ

বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো গ্রান কুপ টু সিরিজের গাড়ি নিয়ে এলো জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ।

বাংলাদেশে বিএমডাব্লিউ এর স্বীকৃত পরিবেশক এক্সিকিউটিভ মটরস শুক্রবার (৭ আগস্ট) ভার্চুয়াল আয়োজনের মধ্য দিয়ে গ্রান কুপ টু সিরিজ মডেলের গাড়ির মোড়ক উন্মোচন করে।

ডিজিটাল প্লাটফর্মে পণ্য পরিচয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন বিএমডব্লিউ গ্রুপের এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টোফার ওয়েনার।  অনুষ্ঠানে আরো যুক্ত ছিলেন এক্সিকিউটিভ মটরস এর পরিচালন বিভাগের পরিচালক এম শামসুল আরেফিন।

স্পোর্টই লুকের সঙ্গে বিএমডব্লিউ গ্রান কুপ টু সিরিজের গাড়িটির শ্রেণিতে নতুন বৈচিত্র সৃষ্টি করেছে।  যা আধুনিক বিএমডব্লিউ ফ্রন্ট– হুইল–ড্রাইভ স্থাপত্যকে গর্বিত করে।  কাটিংয়ের এজ প্রযুক্তি দ্বারা সজ্জিত এবং ইনোভেশন সিস্টেম, বিশেষ করে এর কন্ট্রোল প্রযুক্তি, ফ্রেমলেস জানালাসহ চারটি দরজা ব্যবহারকারীদের ড্রাইভিংয়ে নতুন অভিজ্ঞতা দিবে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে