বৃহস্পতিবার রাত ১১:১৬

২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ বসন্তকাল

প্রত্যাশায় একটি মন — অনামিকা সরকার

অনামিকা সরকার

বিদায় করেছো যারে নয়নের জলে।

এখন ফিরাবে তারে কিসেরও ছলে

অর্ধচন্দ্র আর তুচ্ছ তাচ্ছিল্যে

জীবন টা থেমে গেছে মরনাপন্ন সামনে।

চিনবে হয়তো তাও নিশ্চিহ্নে

বিচলিত হবে হয়তো দু এক ফোটা অশ্রুজলে।

একটা প্রানের আকুল আবেদন

বাঁচার জন্য সাধারন আপ্রান।

শুনিলো না কোন আপন জন

ছিলোই না তার মনে হয়

কোনকালে কেহ জন।

জীবনের চেষ্টা বড় বৃথাময়

হয়ে গেছে চির স্থির সবদিন সবসময়।

আর কোন কাম্য কারো পানে ধায়

অসময়ে অনেকই বন্ধুবৎসল হয়।

সময়ে চেনা যায় সবারই আচরন

পিছিয়ে গেছে সরল সহজ নিস্পাপ একটি মন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে