রবিবার বিকাল ৪:১২

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

পোশাক শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসছে সরকার

সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষাপটে শ্রমিক প্রতিনিধিদের জরুরি বৈঠকে ডেকেছে সরকার।

মঙ্গলবার বিকেল ৪টায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে এই বৈঠক হবে বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তৈরি পোশাক কারখানার মালিকরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

গত রোববার থেকে গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন। রোববার ও সোমবার রাজধানীর প্রবেশের মুখে বিমানবন্দর সড়ক কয়েক ঘণ্টার জন্যে অবরোধ করে রাখেন পোশাক শ্রমিকরা। আজ মঙ্গলবারও মিরপুরের কালশীসহ কয়েকটি রাস্তায় বিক্ষোভে নামেন পোশাক শ্রমিকরা।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে