শনিবার রাত ৪:৫৬

১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ বসন্তকাল

পাকিস্তানের করাচিতে ৯৮ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত (ভিডিও)

পাকিস্তানের করাচি শহরে ভয়াবহ একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার করাচির একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ৮৩০৩ নম্বরের এই বিমানটিতে ৯০ যাত্রী ও আটজন স্ক্রু ছিলেন। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিমানটি ওই আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ায় অন্তত চারটি বাড়িও ভেঙে গেছে বলে জানা গেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ওই বিমানটি লাহোর থেকে ছেড়ে আসে।

যাত্রীদের পূর্ণাঙ্গ বিবরণ জানার চেষ্টা চলছে। এ ছাড়া পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে