মঙ্গলবার রাত ৯:৩৭

২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

৫ই রমজান, ১৪৪৪ হিজরি

১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ বসন্তকাল

পাঁচবার চুম্বন করেছি: তানিয়া

চলচ্চিত্রে দৃশ্যের প্রয়োজনে চুম্বন করে থাকেন শিল্পীরা। কিন্তু চুম্বন দৃশ্য পর্দায় উপস্থাপন করাটা সহজ বিষয় নয়। আর দৃশ্যটি যদি কোনো অভিনয়শিল্পীর ক্যারিয়ারে প্রথম হয়, তাহলে বিষয়টি আরো কঠিন।

অভিনেত্রী তানিয়া বৃষ্টি এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। চরিত্রের প্রয়োজনে তাকে চুম্বন দৃশ্যেও অভিনয় করতে হয়েছে। ‘অবলা নারী: ওয়াও বেবি ওয়াও’ সিনেমায় তানিয়া বৃষ্টিকে প্রথমবারের মতো চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে।

এ বিষয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘এ সিনেমায় শ্রাবণ খানকে আমি চুম্বন করি। এটা আমার কাছে অনেক বেশি আনইজি লেগেছিল। এজন্য কাজটি ঠিকমতো হয়নি। এই শটটা পাঁচবার টেক করতে হয়েছিল।’

‘অবলা নারী: ওয়াও বেবি ওয়াও’ সিনেমাটি এখনো আলোর মুখ দেখেনি। এটি পরিচালনা করছেন সোহানুর রহমান সোহান।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে