আমজাদ হোসেন: নিজস্ব তহবিল থেকে দু’হাজার দরদ্রি জনগণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করছে নরসিংদীর পলাশে ডাংগা ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই।
এর অংশ হিসেবে বুধবার (২২এপ্রিল) বিকেলে ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই দুই শতাধিক হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল ও আলু বিতরণের মধ্য দিয়ে এর সূচনা করেন।
হত দরিদ্রদের মধে অটো চালক, রিকসা চালক, তাঁতি, গাড়ির ড্রাইভার, শীল ও দৈনিক মজুরী বিভিত্তে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক।
এসময় ইউপি সদস্য আরিফ উল ইসলাম, ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান নয়ন, ইউপি সচিব মানিক মিয়া, বাজার কমিটির সহ সভাপতি দুলাল মিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহিন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী হিসেবে ৯ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু রয়েছে।
পলাশে নিজস্ব তহবিল থেকে দু’হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশ : এপ্রি ২৩, ২০২০ | Comments Off on পলাশে নিজস্ব তহবিল থেকে দু’হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ