সোমবার রাত ৩:৪৩

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

পদত্যাগ করেছেন লেবাননের তথ্যমন্ত্রী

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে চলমান অচলাবস্থার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ। রোববার তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

মানাল আবদেল সামাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সরকার লেবাননের জনগণের আকাঙ্খা পূরণে ব্যর্থ হয়েছে। চলমান প্রেক্ষাপটে যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় জনগণের কাছে তিনি ক্ষমা প্রার্থণা করেছেন।

এতে তিনি বলেন, বৈরুতে বিরাট বিপর্যয়ের পর আমি সরকার থেকে পদত্যাগ করেছি। আমি লেবাননিজদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা তাদের প্রত্যাশাপূরণ করতে পারিনি।

মানাল আবদেল সামাদ বলেন, ‘যে সংকটের চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করছি তাতে প্রত্যাশা পূরণ করতে না পারায় আমি লেবানের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

মঙ্গলবার বৈরুত বন্দরে রক্ষিত দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হয় অন্তত ১৫৮ জন এবং আহত হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষ। বিস্ফোরণের ঘটনায় দোষীদের বিচার দাবি করে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী হাসান দিয়াব সংকট নিরসনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। 







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে