রবিবার রাত ৯:৩৫

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

পঞ্চগড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ৪

সফিকুল আলম – পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের নাজিরাগছ এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত নারীর বাড়ির কেয়ারটেকারের করোনা শনাক্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির করোনার বিষয়টি নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত চারজন।

এর আগে ১৭ এপ্রিল তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকার ঢাকাফেরত এক নারীর করোনা শনাক্ত হয়। ৪২ বছর বয়সী ওই নারী পঞ্চগড়ের প্রথম করোনা রোগী। তার পরিবারের পাঁচ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে অন্যদের করোনা শনাক্ত হয়নি। পরে তার বাড়ির কেয়ারটেকারের নমুনা সংগ্রহ করে ২০ এপ্রিল পরীক্ষার জন্য পাঠানো হলে করোনা শনাক্ত হয়।

জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত জেলায় করোনা সন্দেহে ২৬৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ২২৫ জনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের দুইজন নারী দুইজন পুরুষ। তিনজন তেঁতুলিয়া উপজেলার। একজন বোদা উপজেলার।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে