সোমবার সকাল ৬:০২

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

নেপালে ভূমিধসে ১২ জনের মৃত্যু

নেপালে প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির দুটি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মুরারি ওয়াস্তি নামে এক সরকারি কর্মকর্তা জানান, রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার পূর্বে তিব্বত সীমান্তবর্তী বারাহবিস গ্রামে ব্যাপক ভূমিধসে চাপা পড়েছে অনেক বাড়িঘর। এতে ওই গ্রামে ১০ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে ২১ জন। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্রাম বাগলাংয়ে ভূমিধসে আরও দুজনের মৃত্যু হয়েছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, দুটি ভূমিধসই ভোরের আগে ঘটেছে। এর ফলে লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেনি।

বার্তা সংস্থা রয়টার্সকে ওয়াস্তি বলেন, ‘নিখোঁজদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারীরা।’

ঢাকা/শাহেদ







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে