তারকা মায়ের সন্তান মাকে অনুসরণ করে একই পেশায় সফল হবেন এমন কোনো কথা নেই। তবুও তারা মায়ের ভালোলাগা প্রধান্য দিয়ে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। মায়ের মতো তারাও হয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী। পড়ুন এমন কয়েকজন তারকা মায়ের তারকা মেয়ের কথা।
তনুজা-কাজল:
‘বাহারেঁ ফির ভি আয়েগি’, ‘জিনে কি রাহে’, ‘পয়সা ইয়ে পেয়ার’, ‘হাতি মেরে সাথী’, ‘অনুভব’সহ অসংখ্য বলিউড সিনেমার নায়িকা তনুজা। বলিউডের পাশাপাশি ভারতীয় বাংলা সিনেমাতে উত্তর কুমার, সৌমিত্র চ্যাটার্জির মতো অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেন। তার মেয়ে কাজল একজন সফল অভিনেত্রী। ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘মাই নেম ইজ খান’ ইত্যাদি বলিউডের কালজয়ী সিনেমার নায়িকা কাজল।
ববিতা- কারিশমা কাপুর ও কারিনা কাপুর:
রণদীর কাপুরকে বিয়ের আগে প্রায় উনিশটির মতো সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ববিতা। তার দুই মেয়ে কারিশমা কাপুর ও কারিনা কাপুর। দুজনই নিজ নিজ সময়ের জনপ্রিয় অভিনেত্রী। ‘রাজা হিন্দুস্তানি’, ‘দিল তো পাগল হ্যায়’সহ অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন কারিশমা। তবে এখন সিনেমায় নিয়মিত নন। অরন্যদিকে জব ইউ মেট, বজরঙ্গি ভাইজান, বডিগার্ড সহ অসংখ্য জনপ্রিয় সিনেমার নায়িকা কারিনা। এখনো পর্দায় বাজিমাত করছেন তিনি।
ডিম্পল কাপাডিয়া-টুইঙ্কেল খান্না:
মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রাখেন ডিম্পল কাপাডিয়া। ‘ববি’ সিনেমায় অভিনয় করে হয়েছিলেন লাখো পুরুষের স্বপ্নের নায়িকা। এরপর ‘সাগর’, ‘রুদালি’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। এখনো পার্শ্ব চরিত্রে দেখা যায় তাকে। তার মেয়ে টুইটঙ্কেল খান্নাও পরবর্তীতে সিনেমায় প্রধান নায়িকার ভূমিকায় পর্দায় হাজির হয়েছেন। তবে অভিনয় ক্যারিয়ারে খুব বেশি সুবিধা করতে পারেননি।
হেমা মালিনী-এশা দেওল:
বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। সত্তরের দশকের শেষে ও আশির দশকে রুপালি পর্দায় ঝড় তুলেছেন এই অভিনেত্রী। পরবর্তীতে তার মেয়ে এশা দেওল ‘এলওসি কার্গিল’, ‘যুবা’, ‘ধুম’, ‘ইনসান’, ‘কাল’ ইত্যাদি সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেন।
শর্মিলা ঠাকুর- সোহা আলী খান:
বলিউডের ইতিহাসে অন্যতম সুন্দরী নায়িকা ছিলেন শর্মিলা ঠাকুর। তবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ সিনেমার মাধ্যমে। এরপর ‘কাশ্মীর কি কলি’, ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’, ‘আরাধনা’, ‘অমর প্রেম’সহ অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। তবে মেয়ে সোহা আলী খুব বেশি সাড়া ফেলতে পারেননি। ‘খোয়া খোয়া চাঁদ’, ‘তুম মিলে’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।
পুনম সিনহা- সোনাক্ষী সিনহা:
ক্যারিয়ারে শুরুতে কোমল নামে সিনেমায় অভিনয় করেন পুনম সিনহা। সত্তরের দশকে বেশ কিছু সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে— ‘জিগরি দোস্ত’, ‘আগ অউর দাগ’, ‘দিল দিওয়ানা’ ইত্যাদি। তার মেয়ে সোনাক্ষী সিনহা ২০১০ সালে দাবাং সিনোর মাধ্যমে বলিউডে পা রাখেন। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীর একজন তিনি।
অমৃতা সিং- সারা আলী খান:
আশির দশকে বলিউড সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন অমৃতা সিং। ‘বেতাব’, ‘মার্দ’সহ বেশ কিছু সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। তার মেয়ে সারা আলী খান বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রেখেছেন। এরপর ‘সিম্বা’, ‘লাভ আজ কাল’ সিনেমায় অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় ‘কুলি নম্বর ওয়ান’ এবং ‘আতরাঙ্গি’।
শ্রীদেবী- জানভি কাপুর:
ভারতীয় সিনেমার প্রথম নারী সুপারস্টার ছিলেন শ্রীদেবী। মাত্র চার বছর বয়সে অভিনয় শুরু করেন এই অভিনেত্রী। এরপর খুব অল্প সময়ের মধ্যেই রুপালি জগতে তৈরি করেন শক্ত অবস্থান। ভারতের দক্ষিণী সিনেমার পর বলিউডে রাজত্ব গড়েন। ‘সাদমা’, ‘নাগিনা’, ‘গুমরাহ’, ‘লাডলা’, ‘জুদাই’ সিনেমাগুলো আজও দর্শক হৃদয়ে নাড়া দেয়। ২০১৮ সালে ধড়ক সিনেমার মাধ্যমে তার মেয়ে জানভি কাপুরের বলিউডে অভিষেক ঘটে। বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত শ্রীদেবী কন্যা।