নারায়ণগঞ্জে করোনাভাইরাসের চিকিৎসার জন্য নির্দিষ্ট হাসপাতালের (খানপুর ৩শ শয্যা হাসপাতাল) আরও দুজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হাসপাতালের মোট আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়াল ৫০ জনে।
শুক্রবার (১৫ মে) বিকেলে এ তথ্য জানান হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয়।
তিনি জানান, নতুন করে শুক্রবার হাসপাতালের দুজন ক্লিনারের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে ডাক্তার নার্সসহ ৪৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত ছিলেন। এখন এ হাসপাতালে মোট ৫০ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত।
নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে মোট ৩২৯ জন স্বাস্থ্যকর্মী কর্মরত রয়েছেন। যার মধ্যে ৩৮ জন ডাক্তার, ১৬৪ জন নার্স এবং ১২৭ জন স্টাফ রয়েছেন। আক্রান্ত ৫০ স্বাস্থ্যকর্মী আইসোলেশনে রয়েছেন।