নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে শীঘ্রই ২৫০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু। এসময় তিনি বলেন, নরসিংদী জেলাকে একটি আধুনিক জেলায় রূপান্তরিত করা হবে। ইতিমধ্যে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ইতিমধ্যে ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন আমরা পেয়েছি। নরসিংদীর বিভিন্ন খাল, নদী, নালা পুণখনন করতে ৫০০ কোটি টাকার অনুমোদন পেয়েছি।
শনিবার নরসিংদী জেলা ফুটবল লীগ-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস-এর সভাপতিত্বে এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঞা, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল ও রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূঞা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ভূঞা, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ প্রমুখ।